ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

নড়াইলে মাদক মামলায় কারবারির কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ১৪, ২০২৪
নড়াইলে মাদক মামলায় কারবারির কারাদণ্ড

নড়াইল: নড়াইলে মাদক মামলায় লাভলু মোল্যা (৪৯) নামে এক কারবারিকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৪ মে) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত লাভলু নড়াইল সদর উপজেলার পশ্চিম সীমাখালি এলাকার মাজেদ মোল্লার ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৬ জানুয়ারি সকাল ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সদর উপজেলার পশ্চিম সীমাখালির লাভলুর বসতঘরে তল্লাশি করে। এ সময় ৫৩টি হেরোইন পুরিয়া জব্দ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শাখা। এ ঘটনায় ওইদিনই নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. আলমগীর সিদ্দিকী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্বে আনীত অভিযোগ সন্দোহীতভাবে প্রমাণিত হওয়ায় মঙ্গলবার এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।