ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ইউপিডিএফের সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ১৫, ২০২৪
ইউপিডিএফের সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত

খাগড়াছড়ি: চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন বা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়েছে।

বুধবার (১৫ মে) সকাল ৬টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণ অবরোধ চলে দুপুর ১২টা পর্যন্ত।

অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার বাস, ভারী ও হালকা যানবাহন চলাচল বন্ধ ছিল। সকালে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গীব্রিজ, খবংপুড়িয়া ও স্বনির্ভরসহ বিভিন্ন এলাকায় সড়কে অবরোধ তৈরি করে পিকেটিং করে। এছাড়া কয়েকটি স্থানে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা।

আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলসহ রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের অভিযোগে ইউপিডিএফ অবরোধ কর্মসূচির পালন করে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ১৫, ২০২৪
এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।