ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রেসক্লাবের সামনে সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মে ১৬, ২০২৪
প্রেসক্লাবের সামনে সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য বিক্রি

ঢাকা: ‘সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য ভোক্তার জন্য’ স্লোগানে ৩১টি ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টায় ‘ট্রাক সেল’ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৪টি জেলার ১০০টি স্পট সংযুক্ত করে এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

প্রেসক্লাবের সামনে ফিতা কেটে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ডিভিশনাল সেলস ম্যানেজার আলামিন, এরিয়া সেলস ম্যানেজার মো. রোকনুজ্জামান, সিনিয়র এক্সিকিউটিভ ফরহাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ডিভিশনাল সেলস ম্যানেজার আলামিন বলেন, এই উদ্যোগ নেওয়ায় বসুন্ধরা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও যেন আমরা এমন মহতী উদ্যোগ আরও বেশি এবং বড় পরিসরে নিতে পারি, সেজন্য আমি বসুন্ধরা গ্রুপকে অনুরোধ করবো।

এই স্পটে যে-সব পণ্য পাচ্ছেন ভোক্তারা-
এক লিটার সয়াবিন তেল ১৬৭ টাকার পরিবর্তে ১৬০ টাকা, দুই লিটার সয়াবিন তেল ৩৩৪ টাকার পরিবর্তে ৩২০ টাকা, তিন লিটার সয়াবিন তেল ৫০০ টাকার পরিবর্তে ৪৮০ টাকা, পাঁচ লিটার সয়াবিন তেল ৮১৮ টাকার পরিবর্তে ৭৮৫ টাকা, আট লিটার সয়াবিন তেল ১৩০৮ টাকার পরিবর্তে ১২৫৫ টাকা, এক লিটার সরিষার তেল ৩৫০ টাকার পরিবর্তে ২৫০ টাকা, এক কেজি আটা ৬০ টাকার পরিবর্তে ৪৫ টাকা, এক কেজি ময়দা ৭২ টাকার পরিবর্তে ৫৮ টাকা, ২৫০ গ্রাম সুজি ২৫ টাকার পরিবর্তে ১৮ টাকা, এক কেজি মসুর ডাল ১৫০ টাকার পরিবর্তে ১৩৮ টাকা, এক কেজি চিনিগুঁড়া চাল ১৭৫ টাকার পরিবর্তে ১৪২ টাকা, ২০০ গ্রাম সেমাই ৪৫ টাকার পরিবর্তে ৩০ টাকা, ২০০ গ্রাম লাচ্ছা সেমাই ৫০ টাকার পরিবর্তে ৩৫ টাকা, ইনস্ট্যান্ট মাসালা নুডলস (৮ প্যাক) ১৪০ টাকার পরিবর্তে ১১৫ টাকা, ১৫০ গ্রাম স্টিক এগ অ্যান্ড চিকেন নুডলস ২৫ টাকার পরিবর্তে ২২ টাকা, ৩০০ গ্রাম পান্ডা অথেনন্টিক চাইনিজ নুডলস ৬০ টাকার পরিবর্তে ৫০ টাকা, ২০০ গ্রাম সি-শেল পাস্তা ৫০ টাকার পরিবর্তে ৩৮ টাকা, ২০০ গ্রাম ম্যাকারনি অ্যাসরটেড ৪৫ টাকার পরিবর্তে ৩৫ টাকা, ৫০০ গ্রাম হলুদের গুঁড়ার প্যাকেট ২৪০ টাকার পরিবর্তে ১৮০ টাকা, ৫০০ গ্রাম মরিচের গুঁড়ার প্যাকেট ৪১০ টাকার পরিবর্তে ৩২০ টাকা, ৫০০ গ্রাম ধনিয়ার গুঁড়ার প্যাকেট ২৪০ টাকার পরিবর্তে ১৮০ টাকা, ৫০০ গ্রাম জিরার গুঁড়ার প্যাকেট ৮৩০ টাকার পরিবর্তে ৭৪০ টাকা, ২০০ গ্রাম হালিম মিক্স ৬৫ টাকার পরিবর্তে ৫৫ টাকা, ১০০ গ্রাম মুরগির মসলা ৭৮ টাকার পরিবর্তে ৬৫ টাকা, ৪০ গ্রাম বিরিয়ানির মসলা ৬০ টাকার পরিবর্তে ৫০ টাকা, ১০০ গ্রাম গরুর মাংসের মসলা ৮৪ টাকার পরিবর্তে ৭০ টাকা, ৫০ গ্রাম কাবাব মসলা ৯০ টাকার পরিবর্তে ৭০ টাকা, ৫০ গ্রাম বোরহানি মসলা ৪০ টাকার পরিবর্তে ৩০ টাকা, ৫০ গ্রাম চটপটি মসলা ৪০ টাকার পরিবর্তে ৩২ টাকা, ২০০ গ্রাম বসুন্ধরা চা (প্রিমিয়াম) ১১০ টাকার পরিবর্তে ৮৫ টাকা, ১০০ গ্রাম বসুন্ধরা প্রিমিয়াম টি ব্যাগ ৯০ টাকার পরিবর্তে ৬৫ টাকায় বিক্রি করছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১৬, ২০২৪
আরকেআর/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।