ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২৪ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ১৬, ২০২৪
২৪ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি  পিকুল মোল্যা

নড়াইল: ডাকাতি মামলায় ২৪ বছরের সাজাপ্রাপ্ত পিকুল ওরফে টুটুল মোল্যা (৫০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ।

গ্রেপ্তার পিকুল মোল্যা লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চাচই গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে ওই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম তৌফিক আহমেদ টিপু ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জয়পুর ইউপির চাচই গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি মামলার ২৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি পিকুল ওরফে বিকুল ওরফে টুটুল মোল্লাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বাংলানিউজকে বলেন, পিকুলকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।