ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

লংগদুতে সন্ত্রাসীদের হামলায় নিহতদের মরদেহ হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মে ১৮, ২০২৪
লংগদুতে সন্ত্রাসীদের হামলায় নিহতদের মরদেহ হাসপাতালে

রাঙামাটি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙামাটির লংগদু উপজেলায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র গ্রুপের হামলায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সশস্ত্র সদস্যদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার বড় হাড়িকাবার ভালেদি হাট এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ এমরান বলেন, মরদেহগুলো রাঙামাটি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

এর আগে একইদিন সকালে উপজেলার বড় হাড়িকাবার ভালেদি হাট এলাকায় পিসিজেএসএসের সশস্ত্র সদস্যদের হামলায় ইউপিডিএফের সশস্ত্র সদস্য বিদ্যাধন চাকমা তিলক  (৪৫) এবং ধন্যমনি চাকমা (৩৫) নিহত হন।

ইউপিডিএফ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা  ঘটনার জন্য পিসিজেএসএসের সশস্ত্র সদস্যদের দায়ী করেছেন।

ইউপিডিএফের মূখ্য সংগঠক অংগ্য মারমা বলেন, ১৯৯৮ সালের ইউপিডিএফের প্রতিষ্ঠাকালীন থেকে ২০২৩ এর ডিসেম্বর পর্যন্ত ৩৫৬ জন এবং চলতি বছরের ১৮ মে পর্যন্ত ৬ জনসহ মোট ৩৬২ জন তাদের কর্মী এবং সমর্থকদের হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য তিনি পিসিজেএসএস সন্তু গ্রুপ, পিসিজেএসএস এমএন লারমা, ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপকে দায়ী করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মে ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।