ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

শ্রীপুরে গুলিতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, মে ২২, ২০২৪
শ্রীপুরে গুলিতে যুবক নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় ফরিদ আহমেদ (২২) নামে এক যুবক গুলিতে নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে টেপিরবাড়ী মাটির মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ আহমেদ উপজেলার উজিলাব এলাকার মো. মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, স্থানীয় আতাদুল্লাহর তিন সন্তান শাকিব, মারুফ ও মাহফুজ তাদের আপন চাচাতো ভাই মুনসুর আলী ইমরানের ওপর হামলা করেন।  

হামলার একপর্যায়ে শাকিব তার চাচাতো ভাই ইমরানকে গুলি করেন। গুলিটি পাশে থাকা ফরিদ আহমেদের বাম কাঁধের নিচে লাগে। এতে ফরিদ গুরুতর আহত হন।  

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফরিদকে মৃত ঘোঘণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) নাজমুল হুদা জানান, রাত সোয়া ৯টার দিকে মৃত অবস্থায় ফরিদকে হাসপাতালে নেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ২১ মে, ২০২৪
আরএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।