ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল: রাঙামাটিতে ৩২২ আশ্রয়কেন্দ্র  প্রস্তুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মে ২৬, ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল: রাঙামাটিতে ৩২২ আশ্রয়কেন্দ্র  প্রস্তুত

রাঙামাটি: ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় রাঙামাটি পৌর এলাকায় ২৯টিসহ  ১০ উপজেলায় মোট ৩২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।  

রোববার (২৬ মে) জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বলা হয়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রত্যেক উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে।  

এ সময় বৈঠকে দুর্যোগ মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি ঘূর্ণিঝড় শুরু হলে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে চলে যেতে অনুরোধ জানানো হয়।

বৈঠকে রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আহমদ শফি, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি চাকমা, জেলা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মো. দীদারুল আলম, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।