ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দায়িত্ব পালনের সময় হৃদরোগে এএসআইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুন ১, ২০২৪
দায়িত্ব পালনের সময় হৃদরোগে এএসআইয়ের মৃত্যু

সিরাজগঞ্জ: কাজিপুর উপজেলায় দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুর রাজ্জাক নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন।

শনিবার (১ জুন) বিকেল পাঁচটার দিকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বিকেলে এএসআই আব্দুর রাজ্জাক ওয়ারেন্ট তামিল করছিলেন। এ অবস্থায় তিনি বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাৎক্ষণিক তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আব্দুর রাজ্জাক কাজিপুর থানায় সাড়ে তিন বছর ধরে কর্মরত ছিলেন।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৃনা জানান, পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে আনার সাথে সাথেই আমরা ইসিজি করি। তখন তার অবস্থা বেশি ভালো ছিল না। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ১, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।