ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হারপিক খেয়ে অসুস্থ হয়ে রাস্তায় নারী, প্রাণ গেল গাড়ির ধাক্কায় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জুন ৫, ২০২৪
হারপিক খেয়ে অসুস্থ হয়ে রাস্তায় নারী, প্রাণ গেল গাড়ির ধাক্কায় 

গোপালগঞ্জ: ঝগড়া করে হারপিক খেয়ে অসুস্থ হয়ে রাস্তায় এলোমেলোভাবে হাঁটার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহানুর বেগম (৪০) নামে এক নারী মারা গেছেন।

মঙ্গলবার (৪ জুন) রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাট গ্রামের আব্বাস মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শাহানুর বেগম পারিবারিক কলহের জেরে বসত ঘরে থাকা হারপিক পান করেন। এতে তিনি অসুস্থ হয়ে রাতে ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে এলোমেলোভাবে চলতে থাকেন। এসময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীররাতে মারা যান তিনি।

মুকসুদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুন ০৫, ২০২৪
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।