ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে পুকুরে ভাসছিল নৈশপ্রহরীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুন ১০, ২০২৪
কিশোরগঞ্জে পুকুরে ভাসছিল নৈশপ্রহরীর মরদেহ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পুকুর থেকে বাচ্চু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (১০ জুন) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গাংগাইল এলাকার বাসিন্দা। তিনি জেলা শহরের গৌরাঙ্গ বাজারের নৈশপ্রহরী।

পুলিশ জানায়, পরিবার নিয়ে জেলা শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন বাচ্চু মিয়া। গত শনিবার (৮ জুন) রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার (১০ জুন) দুপুর ১২টার দিকে হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজনের চোখে পড়ে। পরে তারা  পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুন ১০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।