ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুন ১১, ২০২৪
আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া: জেলার আখাউড়া উপজেলার তন্তর এলাকায় প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. হোসাইন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

 

মঙ্গলবার (১১ জুন) বিকেলে সাড়ে ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হোসাইন একই উপজেলার ছতুরা শরীফ এলাকার রিপন মিয়ার ছেলে।

আহতরা হলেন- জেলা সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের পুষ্প আক্তার। তিনি নিহত হোসাইনের সম্পর্কে নানি। অন্যজন কসবা উপজেলার ঘুরিয়ারুপ গ্রামের মিঠু মিয়া। আহত দুজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।  

আখাউড়ার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ জানান, তন্তর এলাকায় কুমিল্লা অভিমুখী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী নানির কোলে থাকা শিশু হোসাইনের মৃত্যু হয়। আহত হন নানিসহ দুজন। এ ঘটনায় প্রাইভেটকার ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।