ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
সিলেটে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

সিলেট: সিলেটের বিশ্বনাথে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন লেগুনার চালক।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৬টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার সিরাজপুর সাহেবনগর পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের শিব্বির আহমেদ (৪২) ও শাহিন মিয়া (২৮)। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় লেগুনাচালক নাইম আহমদ (১৮) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি গ্রামের ময়নুল হকের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে সিলেটগামী লেগুনার সঙ্গে সুনামগঞ্জগামী শ্যামলী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লেগুনাটি রাস্তায় উল্টে গিয়ে চাপা পড়ে দুই যাত্রী নিহত হয়।

সিলেটের বিশ্বনাথ থানার উপ পরিদর্শক (এসআই) অমিত সিংহ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সুনামগঞ্জ জয়কলস হাইওয়ে পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।