ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢালাই মেশিনকে বাইকের ধাক্কা, প্রাণ গেল আ.লীগ নেতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
ঢালাই মেশিনকে বাইকের ধাক্কা, প্রাণ গেল আ.লীগ নেতার িনহত মো.কামাল উদ্দিন পাটোয়ারী

ভোলা: ভোলার চরফ্যাশনে সড়কজুড়ে রাখা (কনক্রিট) ঢালাই মেশিনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মো.কামাল উদ্দিন পাটোয়ারী (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৪ জুন) রাত ৮ টায় চরফ্যাশন-শশীভূষণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল এওয়াজপুর ইউনিয়নের ৪ ওয়ার্ডের বাসিন্দা ও  উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শশীভূষণ বাজার থেকে নিজ বাড়িতে মোটরসাইকেলযোগে ফিরছিলেন কামাল উদ্দিন। রাত ৮টায় তার বাড়ির কাছে পানির কল এলাকায় পৌঁছালে অপর দিক থেকে একটি অটোরিকশা আসতে দেখেন কামাল। বাহনটিকে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশে রাখা (কনক্রিট) ঢালাই মেশিনের সঙ্গে তার মোটরসাইকেল ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন কামাল। স্থানীয় পথচারী ও স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।