ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে বাসের ধাক্কায় বাইকচালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
বনানীতে বাসের ধাক্কায় বাইকচালক নিহত

ঢাকা: রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় আক্কাশ আলী (৬০) নামে এক বাইকচালক মারা গেছেন।

শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বনানী ২৭ নম্বর রোডে এলাকায় বাইক চালিয়ে যাওয়ার সময় বিনিময় পরিবহন নামে একটি বাসের ধাক্কায় তিনি মারা যান।

দুর্ঘটনার পরপরই বাসটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।

বনানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি সাহান হক বাংলানিউজকে জানান, বাইক চালিয়ে আক্কাস আলী উত্তরা দিকে যাওয়ার সময় বনানী ২৭ নম্বর রোডের মাথায় পৌঁছালে ঢাকা থেকে জামালপুরগামী বিনিময় নামে একটি বাসের ধাক্কায় তিনি মারা যান। বাস জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। দুর্ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।