ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গভীররাতে রাস্তা থেকে আহত দুজনকে গাড়িতে করে হাসপাতালে নিলেন ডিসি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
গভীররাতে রাস্তা থেকে আহত দুজনকে গাড়িতে করে হাসপাতালে নিলেন ডিসি 

ঝালকাঠি: গভীররাতে রাস্তায় দুর্ঘটনাকবলিত অটোরিকশায় দুই আহত ব্যক্তিকে দেখে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেছেন ঝালকাঠি জেলা প্রশাসক (ডিসি) ফারাহ নিঝুম গুল। অবশ্য পরে রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়েছে।


রোববার (১৬ জুন) রাত সাড়ে ১২টার দিকে জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েন ওই দুই ব্যক্তি।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী।  

জানা গেছে, বরিশাল থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিএনজি চালিত একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস চাপা দেয়। এতে অটোরিকশার চালক আলামিন ও যাত্রী আলতাফ মুন্সী গুরুতর আহত হন। পরে ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ নিঝুম গুল তাদের রাস্তায় আহত অবস্থায় দেখে নিজের ব্যবহৃত গাড়িতে করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।  

নিহতদের মধ্যে অটোরিকশার চালক চালক মো. আলামিন (৩৫) ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমাবাদ এলাকার বাসিন্দা আবদুল হকের ছেলে ও যাত্রী আলতাফ মুন্সী (৭০) পিরোজপুর জেলার দাউদখালি ইউনিয়নের বাসিন্দা।  

ওসি মো. মুরাদ আলী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।