ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে পরিবহন শ্রমিক নাঈম হত্যার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
বাঘাইছড়িতে পরিবহন শ্রমিক নাঈম হত্যার ঘটনায় মামলা

খাগড়াছড়ি: রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাটে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় পরিবহন শ্রমিক মো. নাঈম (৩০) নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

নাঈমের চাচা বাবুল হোসেন অজ্ঞাতদের আসামি করে সাজেক থানায় মামলাটি দায়ের করেন।

বুধবার (১৯ জুন) সন্ধ্যায় খাগড়াছরির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গাছড়ি এলাকায় স্থানীয় কবরস্থানে নাঈমের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

নাঈমের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাজেকের উজো বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকালে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব নতুন জয় চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা, গঙ্গারাম মুখ পাড়ার কার্বারী (গ্রাম প্রধান) জ্যোতিলাল চাকমা প্রমুখ।

বক্তারা এ ঘটনার জন্য ইউপিডিএফ-গণতান্ত্রিককে দায়ী করেছেন। তারা বলেন, ঠ্যাঙারে বাহিনীর (ইউপিডিএফ-গণতান্ত্রিক) অত্যাচারে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। সবশেষ তাদের গুলিতে নাঈম নিহত হন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের সময়সীমা দিয়ে ব্যর্থ হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ জুন) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারে পাহাড়ের আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এবং ইউপিডিএফ (প্রসীত) এ দুই দলের মধ্যে গোলাগুলিতে পরিবহন শ্রমিক নাঈম নিহত হন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।