ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৮ বছর পর যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুন ২০, ২০২৪
৮ বছর পর যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

নড়াইল: যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর  আট বছর আত্মগোপনে ছিলেন নড়াইলের মো. রুহুল কুদ্দুস খান(৭৩)। তবে তাতে শেষ রক্ষা হযনি, অবশেষে তাকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (১৯ জুন) দুপুরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে পুলিশের এন্টিটেররিজম ইউনিট গ্রেপ্তার করে।

মো. রুহুল কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদরের পেড়লী গ্রামের মৃত এম ভি আসাদুজ্জামানের ছেলে।

এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০১৬ সালের ২১ মার্চ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ আদালতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারার মামলায় মো. রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে তার অনুপস্থিতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এন্টিটেররিজম ইউনিটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ জুন) বিকেল ৩টার দিকে যশোর সদরে বিশেষ অভিযান চালিয়ে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগর থেকে রুহুল কুদ্দুস খানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত অভিযুক্ত রুহুলকে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগরে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ায় দ্রুত তাকে ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুন ২০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।