ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

স্বেচ্ছাসেবক লীগ নেতা শামিম হত্যা, মূলহোতা মজনু গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
স্বেচ্ছাসেবক লীগ নেতা শামিম হত্যা, মূলহোতা মজনু গ্রেপ্তার 

ঢাকা: ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান শামিমকে (৫৩) গুলি করে হত্যাকাণ্ডের মূলহোতা সন্ত্রাসী মজনু আলী ওরফে টাইলস শহিদুলকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।  

সোমবার (২৪ জুন) র‌্যাব-৪-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

 
তিনি বলেন, ভোরে ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  
সন্ত্রাসী মজনু আলী ওরফে টাইলস শহিদুলের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।  

তিনি জানান, ২০২৩ সালের ২৩ নভেম্বর রাতে ভুক্তভোগী শামিম এশার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে কতিপয় দুষ্কৃতকারী তাকে রাস্তা থেকে তুলে নিয়ে পাশের মেহগনি বাগানে কুপিয়ে ও গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলির শব্দ শুনে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সোমবার (২৪ জুন) তাকে গ্রেপ্তার করা হয়।  

তিনি জানান, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বের শত্রুতার জেরে দীর্ঘদিন ধরেই নিহত শামিমের সঙ্গে মজনুর দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পনা মোতাবেক গ্রেপ্তার মজনু ও তার সহযোগীরা রাতের আধাঁরে শামিমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেন।  

মজনুর বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায়, চুয়াডাঙ্গা সদর থানায় এবং ঢাকার আশুলিয়া থানায় অস্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য আইন, চুরি ও ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।  

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান আবদুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
এসজেএ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।