ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরিশাল ও খুলনা দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
বরিশাল ও খুলনা দুদকের অভিযান

ঢাকা: বরিশালের বিভাগীয় পাসপোর্ট অফিসে এবং খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৫ জুন) দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বিভাগীয় পাসপোর্ট অফিস, বরিশালের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল হতে বিভাগীয় পাসপোর্ট অফিসে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ছদ্মবেশে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তথ্য পাওয়া যায়, অনলাইনে পাসপোর্টের আবেদন করার জন্য বিভিন্ন ফটোকপির দোকান/ব্যবসা প্রতিষ্ঠানে গেলে পাসপোর্টের আবেদনের জন্য ব্যবসায়ী/দোকানিরা প্রতি আবেদনে ২০০ টাকা বা তার বেশি গ্রহণ করে। এছাড়াও ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য অতিরিক্ত টাকা গ্রহণ করার অভিযোগও পাওয়া যায়।  

অভিযানকালে বিভাগীয় পাসপোর্ট অফিস, বরিশাল -এর উচ্চমান সহকারী কর্তৃক সেবাগ্রহীদের বিভিন্নভাবে হয়রানির বিষয়ে তথ্য পাওয়া যায়, যা বিভাগীয় পাসপোর্ট অফিস, বরিশাল -এর উপপরিচালককে অবগত করা হয়। তিনি অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ সেবা প্রদান হয়রানিমুক্ত ও ত্বরান্বিত করার উদ্যোগ গ্রহণ করবেন মর্মে দুদক টিমকে আশ্বস্ত করেন। অভিযানকালে সংগৃহীত তথ্যাবলি পর্যালোচনা করে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

এদিকে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ডুমুরিয়া, খুলনা -এর কর্মকর্তাদের বিরুদ্ধে ভুয়া নামে ঋণ বিতরণ করে অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনা হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম উক্ত অফিসে সরেজমিনে পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও তথ্য সংগ্রহ করে। টিম দৈবচয়ন ভিত্তিতে কয়েকটি প্রকল্প পরিদর্শন করে এবং তথ্য সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য পর্যালোচনাপূর্বক টিম অভিযোগের বিষয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
 
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
এসএমএকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।