ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জনশুমারির তথ্য প্রকাশ

খাগড়াছড়িতে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন ২৬০ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
খাগড়াছড়িতে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন ২৬০ জন

খাগড়াছড়ি: জেলায় জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয় নতুন জনশুমারি রিপোর্ট অনুযায়ী খাগড়াছড়িতে বর্তমান জনসংখ্যা ৭ লাখ ১৪ হাজার ১১৯ জন।

প্রতি বর্গকিলোমিটারে বসবাস করেন ২৬০ জন।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিপোর্টটি প্রকাশ করা হয়। তাতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপপরিচালক রিয়াসাদ উদ্দিন বলেন, জনশুমারি রিপোর্ট অনুযায়ী খাগড়াছড়িতে পাহাড়িদের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৩৯০ জন এবং বাঙ্গালির সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৭২৯ জন। জেলায় ৫০ দশমিক ০৭ শতাংশ পুরুষ এবং ৪৯ দশমিক ৯৩ শতাংশ নারী।

এদিকে ২০১১ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা ছিল ৬ লাখ ১৪ হাজার।

এ সময় পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসি বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। পরে জনশুমারি রিপোর্ট বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।