ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হুমায়ূন কবীর বালু হত্যার পুনঃতদন্ত চান খুলনার সাংবাদিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
হুমায়ূন কবীর বালু হত্যার পুনঃতদন্ত চান খুলনার সাংবাদিকরা

খুলনা: একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ূন কবীর বালু হত্যাকাণ্ডের ২০তম বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এ সভা হয়।

সভায় বক্তারা সাংবাদিক হুমায়ূন কবীর বালু হত্যা মামলার পুনঃতদন্তের মাধ্যমে হত্যার কারণ উদঘাটন এবং হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, অর্থযোগানদাতা ও গডফাদারদের শাস্তির জন্য সরকারের কাছে দাবি জানান। এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সবার সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সম্মানিত অতিথি ছিলেন দৈনিক জন্মভূমির প্রধান সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল হুদা, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান।

সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা।

বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, দৈনিক দেশ সংযোগ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম, ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রকিব উদ্দিন পান্নু, সাংবাদিক মো. আব্দুল হালিম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ কামরুল আহসান প্রমুখ।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, ক্লাবের সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও এ এইচ এম শামিমুজ্জামান, ক্লাবের কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন, বিমল সাহা ও শেখ মাহমুদ হাসান সোহেল, ক্লাব সদস্য মো. হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, শেখ হারুন-অর-রশীদ, আবুল হাসান হিমালয়, দেবব্রত রায়, এস এম নূর হাসান জনি, এস এম ফরিদ রানা, প্রবীর কুমার বিশ্বাস, দিলীপ কুমার বর্মণ, এস এম ইয়াসীন আরাফাত রুমী, কলিন হোসেন আরজু, আব্দুস সাত্তার, এজাজ আলী, একরামুল হোসেন লিপু, ক্লাবের অস্থায়ী সদস্য শামীম আশরাফ শেলী, মো. রকিবুল ইসলাম মতি, আল মাহমুদ প্রিন্স, রীতা রানী দাস, শশাংক স্বর্ণকার, আশরাফুল ইসলাম নূর, মো. আজিজুল ইসলাম, মিনা অছিকুর রহমান দোলন, তিতাস চক্রবর্তী, নাজমুল হক পাপ্পু, শেখ ফেরদৌস রহমান, মো. হেলাল মোল্লা, রাজু সাহা বিপ্লব, আলী আবরার, আরাফাত হোসেন অনিক, মো. রায়হান মোল্লা, মো. আতিয়ার রহমান তরফদার, পলাশ চন্দ্র ঢালী, মো. হাসানুর রহমান তানজির, এলিন হুসাইন অন্তর, ইমাম হোসেন সুমন, মনোজ বিশ্বাস প্রমুখ।

এর আগে আলেচনা সভার শুরুতে সাংবাদিক হুমায়ূন কবীর বালুসহ নিহত সব সাংবাদিকের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের ইমাম হাফেজ মাওলানা মো. ইউসুফ হাবিব। এছাড়া আলোচনা সভা শেষে ক্লাবের সদস্যরা ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।