ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাকা-স্বর্ণালঙ্কারের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধার বন্দুকও লুটে নিল ডাকাতদল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
টাকা-স্বর্ণালঙ্কারের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধার বন্দুকও লুটে নিল ডাকাতদল

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় এক বাড়িতে হানা দিয়ে টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি এক বীর মুক্তিযোদ্ধার বন্দুকও লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।  

বৃহস্পতিবার (২৭ জুন) গভীররাতে উপজেলার দেবিশহরে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এ ডাকাতি হয়।

গৃহকর্তা সুভাষ চন্দ্র ঘোষ জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে পাঁচ-সাতজনের একদল ডাকাত কৌশলে তাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এসময় ডাকাতরা তাদের মোবাইল ফোনগুলো কেড়ে নেয়। এরপর বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল ও অন্যান্য মূল্যবান সম্পদ এবং তার লাইসেন্স করা একটি বন্দুক লুট করা হয়।  

খবর পেয়ে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন বলেন, ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাকাত চক্রকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।