ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাজেট পরবর্তী নৈশভোজে শেখ হাসিনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
বাজেট পরবর্তী নৈশভোজে শেখ হাসিনা বাজেট পরবর্তী নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

ঢাকা: ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পাস উপলক্ষে অর্থ মন্ত্রণালয় আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (জুন ৩০) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ নৈশভোজ আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীকে নিয়ে ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা, মন্ত্রী পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

এর আগে, সকালে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়।

৩০ জুন জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট পাসের জন্য প্রস্তাব করলে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে পাস হয়। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এমইউএম/এসকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।