ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষককে তিন মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষককে তিন মাসের কারাদণ্ড

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় এইচএসসি ও সমমানের (আলিম) আরবি পরীক্ষা চলাকালে অনুমতিবিহীন পরীক্ষা কেন্দ্রে অবৈধ প্রবেশ ও মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে মামুনুর রশিদ ফেরদৌস (৩৯) নামে এক শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুলাই) সকালে পোনাহুড়া ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদরাসাকেন্দ্রে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।



দণ্ডপ্রাপ্ত মামুনুর রশিদ ফেরদৌস কাছিপাড়া ইউনিয়নের কারখানা দারুল ইসলাম আলিম মাদরাসার আরবি বিভাগের প্রভাষক।

জানা যায়, শিক্ষক মামুনুর রশিদ পরীক্ষা কেন্দ্রে অবৈধ প্রবেশ ও প্রশ্ন পত্রের ছবি তোলার সময় ট্যাগ অফিসার ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাসুম বিল্লাহ তাকে হাতেনাতে আটক করেন এবং মোবাইল ফোনটি জব্দ করেন। পরে খবর পেয়ে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।