ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কৌশলে বরযাত্রীদের মোবাইল ফোন হাতিয়ে নিতেন তিনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
কৌশলে বরযাত্রীদের মোবাইল ফোন হাতিয়ে নিতেন তিনি

ফরিদপুর: বিয়ে বাড়িতে বরযাত্রীর বেশে কনের বাড়িতে প্রবেশের সময় খুবই কৌশলে অতিথিদের পকেট থেকে মোবাইল ফোন হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। এমনভাবে বেশ কয়েকটি অনুষ্ঠান থেকে অসংখ্য ব্যক্তি মোবাইল ফোন খুইয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন পোস্টে সচেতন হওয়ার পরামর্শেও রেহাই মিলছিল না।  

সর্বশেষ গত কয়েকদিন আগে বোয়ালমারীর সাতৈর এলাকায় হাবিবুর রহমানের শ্যালকের বিয়ের অনুষ্ঠান থেকে এভাবে বেশ কয়েকজনের মোবাইল ফোন হাতিয়ে নেওয়া হলে লিখিত অভিযোগ পড়ে থানায়। এরপর বোয়ালমারী থানার পুলিশ এই চক্রের এক হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এরই মাধ্যমে মিলেছে অভিনব পকেটমার চক্রের সন্ধান। এই চক্রের অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম কালন শেখ ওরফে সজীব (৩৩)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাকুরী গ্রামের চুন্নু শেখের ছেলে।  

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় চক্রবর্তী জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে মুকসুদপুর বাজার হতে সজীবকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে হাবিবুর রহমানের দায়ের করা মামলায় আদালতে চালান করা হয়েছে।

তিনি জানান, বোয়ালমারীতে বেশ কয়েকটি বিয়ের অনুষ্ঠান থেকে এই চক্র মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে। বিয়ে বাড়িতে যখন বর প্রবেশ করতো, তখন খুবই কৌশলে তারা বরযাত্রীদের মোবাইল ফোন হাতিয়ে নিতো। ফেসবুকে অনেক সময় এসব ঘটনা উঠে আসতো।

হাবিবুর রহমানের শ্যালকের বিয়ের অনুষ্ঠান থেকে মোবাইল চুরির ঘটনার পর দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে সজীবের কাছ থেকে।  এই চক্রে এ পর্যন্ত তিনজনের সন্ধান পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।