ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন

সাভার (ঢাকা): প্রতিবছরের মতো এবারও ঢাকার ধামরাইয়ের রথযাত্রা ঘিরে সাজসজ্জা ও প্রস্তুতি শেষে সাজিয়ে তোলা হয়েছে ঐতিহ্যবাহী রথ। দিন-রাত সমান তালে সংস্কার ও সাজিয়ে তোলার কাজ করেছেন কর্মীরা।

উৎসব যথাযথভাবে পালনে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও আয়োজকরা।  

শনিবার (৬ জুলাই) সকালে ধামরাই উপজেলা পরিষদ সংলগ্ন রথখোলায় গিয়ে রথের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে আয়োজক ও শ্রমিকদের কর্মব্যস্ততা দেখা যায়। শেষ মুহূর্তে চলছে রং-তুলি ও সাজসজ্জার কাজ। আয়োজকদের দাবি, রথ শুরুর আগেই সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছেন তারা। এছাড়া রথ টানতে এরই মধ্যে রশি ও চাকা পরীক্ষা করা হয়েছে। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রথযাত্রা ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।  

আয়োজকরা জানান, আগামী রোববার (৭ জুলাই) ধামরাই বাজারের রথখোলা এলাকা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত প্রথমে রথ টানা হবে। পরে ১৫ জুলাই উল্টোরথের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। রথ উৎসবকে কেন্দ্র করে ৭ জুলাই থেকে পরের এক মাস চলবে ঐতিহ্যবাহী মেলা।  

দেবতাদের প্রতিমার প্রতিকৃতিতে রং করছিলেন সুশান্ত নামে এক রংমিস্ত্রি। তিনি বলেন, প্রতিবছর রঙের কাজ হয়। তিনি কয়েক বছর ধরে রং-তুলির কাজ করছেন। প্রায় ১৫ দিন ধরে রথে রং দিয়ে নতুনের মতো ফুটিয়ে তোলা হয়েছে। আজ কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে।  

খগেন নামে অপর রং মিস্ত্রি বলেন, শুধুমাত্র পেশার জন্য এখানে রঙের কাজ করা হয় না। স্রষ্টার আশীর্বাদ পেতে দিন-রাত কাজ করছেন তিনি। কাঠের কাঠামো অনুযায়ী রঙের কাজ করা হচ্ছে। রং করে রথ সাজিয়ে তোলা হয়েছে। বৃষ্টির জন্য কাজে কিছুটা বিলম্ব হলেও দ্রুত কাজ শেষ হয়েছে।  

রথযাত্রার সর্বশেষ প্রস্তুতির বিষয়ে ধামরাই যশোমাধব মন্দির পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন বাংলানিউজকে জানান, উৎসব সফল ও সুষ্ঠু করতে এরই মধ্যেই উপজেলা পরিষদ, পৌরসভা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসে আলোচনা করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উৎসব পালিত হবে। এছাড়া রথ সাজানোর কাজ চলছে। রঙের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বৃষ্টির জন্য কাজে কিছুটা সময় লাগলেও কাজ শেষ করে সুন্দর ও আনন্দঘনভাবে রথযাত্রা উৎসব পালন করা হবে।  

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব রথযাত্রাকে ঘিরে ধামরাই রথখোলা এলাকায় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব জায়গায় ডিউটিরত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তায় দায়িত্বে থাকবে পুলিশ।  
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মো. আব্দুল্লা আল মামুন জানান, রথযাত্রা উপলক্ষে বিশেষ সভার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। রথযাত্রা নিয়ে ঢাকা জেলা প্রশাসক সার্বিক নির্দেশনা দিয়েছেন। আশা করা যাচ্ছে, অন্যান্যবারের মতো এবারও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপন করা সম্ভব হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উপজেলা প্রশাসনও এ বিষয়ে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।