ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনায় ১০ ড্রেজারসহ ৪৩ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
মেঘনায় ১০ ড্রেজারসহ ৪৩ জন আটক

চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার, একটি বাল্কহেড ও দুইটি স্পিডবোটসহ ৪৩ জন আটক করা হয়েছে। শনিবার (৭ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর নাসিরকান্দি এলাকায় উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।



মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, মতলব উত্তরে মেঘনা নদীর নৌ সীমানায় আগেও অবৈধ ড্রেজার ও বাল্কহেডের ওপর অভিযান চালানো হয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের যৌথ অভিযান চলছে। এ সময় ড্রেজার, বাল্কহেড ও স্পিডবোটসহ ৪৩ জনকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে অবৈধ বালু বিক্রয় করা ১১ েলাখ ৪১ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।