ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতিভাবান ইন্টেরিয়র ডিজাইনারদের জন্যে আইডেব অ্যাওয়ার্ডের আবেদন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
প্রতিভাবান ইন্টেরিয়র ডিজাইনারদের জন্যে আইডেব অ্যাওয়ার্ডের আবেদন শুরু

ঢাকা: দেশের প্রতিভাবান ইন্টেরিয়র ডিজাইনারের খোঁজে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৪ আয়োজন করতে যাচ্ছে  ইন্টেরিয়র ডিজাইনার অব বাংলাদেশ (আইডেব)।  এবছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে অংশ নেয়ার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় রয়েছে।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট পুরস্কারের মূল্য বরাদ্ধ রাখা হয়েছে ১৫ লাখ ৫০ হাজার টাকা।

আইডেব বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইনারদের নিয়ে এবং ইন্টেরিয়র ডিজাইনারদের জন্য গড়া, যাদের যাত্রা শুরু ২০১৯ থেকে।  

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে সম্প্রতি  বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংগঠনটির একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সদস্য সচিব সৈয়দ কামরুল আহসান। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেশের সমস্ত ইন্টেরিয়র ডিজাইনার ব্যক্তি প্রতিষ্ঠান নির্বিশেষে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন সংগঠনের আহব্বায়ক শফিউল ইসলাম।

কামরুল আহসান বলেন, ১৯৮০ সালের পর থেকে এলোমেলো ভাবে এই পেশা এগিয়েছে একটু একটু করে। বর্তমানে দেশে ২৫ লাখ মানুষ এই পেশার সাথে জড়িত। প্রতিবছর প্রায় ৩০ হাজার কোটি টাকার কাজ হচ্ছে এই সেক্টরে। বাংলাদেশের বহু ডিজাইনাররা আন্তর্জাতিক ডিজাইনারদের সাথে একই সৃজনশীলতার মানের কাজ করে যাচ্ছে, কিন্তু কাজের কোন স্বীকৃতি পাচ্ছে না। তাই এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা দেশের সেরা ইন্টেরিয়র ডিজাইনারদের দেশ ও জাতির সামনে তুলে আনতে চাই এবং তাদের স্বীকৃতি নিশ্চিতকরণে, ডিজাইনারদের দক্ষতা বৃদ্ধি ও সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি।

এই প্রতিযোগিতায় কোনো ফি ছাড়াই যে কোনো বাংলাদেশি ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট বা সরকারি লাইসেন্সধারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবেন। বিজয়ী প্রজেক্টগুলোকে বাংলাদেশের পক্ষে এশিয়ার সেরা হতে এশিয়া প্যাসিফিক স্পেস ডিজাইনার অ্যাসোসিয়েশনের প্রতিযোগিতায় অংশ নেয়ার যোগ্যতা অর্জন করবে। এছাড়াও অনুষ্ঠানটির সব রকম তথ্য আইডেব এর ফেসবুক পেজে পাওয়া যাবে।


বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা,জুলাই ০৭, ২০২৪  
এনবি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।