ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রশ্নফাঁস-টেন্ডার বাণিজ্য: জবি ছাত্রলীগের বিরুদ্ধে তদন্তে কেন্দ্রীয় কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
প্রশ্নফাঁস-টেন্ডার বাণিজ্য: জবি ছাত্রলীগের বিরুদ্ধে তদন্তে কেন্দ্রীয় কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, (জবি): মেয়াদোত্তীর্ণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে মেসেঞ্জারে মেডিকেলের প্রশ্নফাঁস, বিশ্ববিদ্যালয়ের টেন্ডার বাণিজ্য, বিভিন্ন চাঁদাবাজির অভিযোগের বিষয়ে রোববার (৭ জুলাই) থেকে তদন্তে শুরু হচ্ছে। এ তদন্ত করবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে গঠিত দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।

গতকাল শনিবার (৬ জুলাই) তদন্ত কমিটির সদস্য ছাত্রলীগের সহসভাপতি তাহসান আহমেদ রাসেল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার থেকে আমরা তদন্ত শুরু করবো। সরেজমিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও যাব। সবার কথা শুনব। যে অভিযোগগুলো উঠেছে সেসব খতিয়ে দেখব। সে অনুযায়ী আমরা একটি সুষ্ঠু তদন্ত রিপোর্ট জমা দেব। সেটির পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মেয়াদোত্তীর্ণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইনের বিরুদ্ধে ফেসবুক মেসেঞ্জারে মেডিকেলের প্রশ্নফাঁস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব টেন্ডার সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসাইনের নিয়ন্ত্রণে রাখা, সদরঘাট এলাকায় সুমনা হাসপাতালে চাঁদাবাজিসহ নানা অভিযোগ ওঠে। গণমাধ্যমে এসব অভিযোগে আলোচনায় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ২০২২ সালে জবি শাখা ছাত্রলীগের এ কমিটি গঠন করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।