ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুলাই) দুপুরে কুমিল্লা- সিলেট মহাসড়কের উপজেলার মনকাসাই এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন-চট্রগ্রামের সীতাকুণ্ড এলাকার পারভেজ (২৫) ও একই এলাকার বাপ্পী (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কে চারলেন সড়ক নির্মাণ কাজের জন্য সকাল থেকে সড়কের দু’পাশে গাছ কাটার কাজ চলছে। দুপুরে কিছু কাটা গাছ ক্রেন দিয়ে ট্রাকে উঠানোর সময় সড়কের পাশে থাকা বিদ্যুৎতের খুঁটি থেকে তার ছিড়ে পড়ে দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনের মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।