ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে পুলিশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে পুলিশ

ঢাকা: কোটা আন্দোলনের ৩ সমন্বয়কারীদের সঙ্গে বৈঠকে বসেছে পুলিশ।

রোববার (৭ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে পুলিশের উপরমহল থেকে শিক্ষার্থীদের বৈঠকে ডাকা হয়।

শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম প্রতিনিধি হিসেবে বৈঠকে গিয়েছেন।

তবে উপরমহলের কারা বৈঠক ডেকেছেন, তা জানা যায়নি।

এদিকে বিভিন্ন পয়েন্ট থেকে অবরোধ তুলে শিক্ষার্থীরা আন্দোলনের কেন্দ্র শাহবাগ আসতে শুরু করেছেন।

এর আগে প্রায় ৪ ঘণ্টা যাবত ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে রাখেন তারা।

আন্দোলনের সমন্বয়ক হাসিব-আল-ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের সব ইউনিটকে শাহবাগে আসতে বলেছি। আমরা এখানেই অবস্থান নেব।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।