ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে আনন্দ-উচ্ছ্বাসে রথযাত্রা উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
রাজশাহীতে আনন্দ-উচ্ছ্বাসে রথযাত্রা উৎসব

রাজশাহী: রাজশাহীতে আনন্দ-উচ্ছ্বাস ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার (৭ জুলাই) হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আগামী ১৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ ধর্মীয় উৎসব শেষ হবে।

রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে কয়েক হাজার মানুষ শহরের ঘোরামারায় রথবাড়িসহ কয়েকটি নির্দিষ্ট জায়গায় জড়ো হন এবং সেই রথ টেনে নেওয়ার আনন্দঘন উৎসবে যোগ দেন।

এর মধ্যে মহানগরীর ঘোড়ামারা এলাকা থেকে সবচেয়ে বড় রথযাত্রা বের করে ইসকন।

কর্মসূচির মধ্যে সকালে বিশ্বশান্তির লক্ষ্যে জগন্নাথ দেবের পূজা এবং বিকেল ৪টায় মহানগরীর ঘোড়ামারা রথবাড়ি থেকে রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।  

প্রতিবছরের মতো এবারও যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে রথ নিয়ে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। এছাড়া সন্ধ্যা ৭টায় নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

এদিকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিকেলে সাহেববাজার জিরোপয়েন্ট হনুমান জিউর আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রথ শোভাযাত্রায় উপস্থিত থেকে উদ্বোধন করেন ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।  

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর ও বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী মহানগর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার, পূজা উদযাপন পরিষদের মহানগর সভাপতি অলোক কুমার দাস, সাধারণ সম্পাদক মৃদুল সাহা, বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ সরকার, পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের সাবেক সভাপতি শরৎ চন্দ্র সরকার, মহানগর আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি মোহন সাহা।

অনুষ্ঠান পরিচালনা করেন হনুমান জিউর আখড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ। শোভাযাত্রাটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হনুমান জিউর আখড়া মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এরপর উৎসবে উপস্থিত থাকা কয়েক হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।