ঢাকা বিশ্ববিদ্যালয়: সরকারি চাকরির সব গ্রেডে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চেয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে ফিরে আসছেন।
বুধবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে শিক্ষার্থীরা শাহবাগ আসতে শুরু করেন।
ইতোমধ্যে মৎস্য ভবন মোড়ের অবরোধ তুলে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা শাহবাগে এসেছেন। ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাবের অবরোধ ছেড়ে এসেছেন শাহবাগে।
এছাড়া মহাখালী, আগারগাঁওসহ অন্য এলাকার আন্দোলনকারীরাও আসছেন শাহবাগে।
সকালে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) দেন আপিল বিভাগ। ফলে আপাতত কোটা বাতিল করে দেওয়া পরিপত্র বহাল থাকবে।
আন্দোলনকারীরা এ আদেশে হতাশা প্রকাশ করেন। তারা বলছেন, আদালতের ‘ঝুলন্ত রায়’ তারা মানেন না। তারা স্থায়ী সমাধান চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বাংলাদেম সময়: ১৭২১ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এইচএ/