ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে ভাতিজার পিটুনিতে চাচার মৃত্যু, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
সোনারগাঁয়ে ভাতিজার পিটুনিতে চাচার মৃত্যু, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দি পূর্বপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের ঝগড়া মীমাংসা করতে গিয়ে ভাই ভাতিজাদের লোহার পাইপের আঘাতে নাসির উদ্দিন হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-১১ একটি দল।  

শুক্রবার (১২ জুলাই) ডেমরা ডগাইর পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-১১ মিডিয়া অফিসার এসএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।  

গ্রেপ্তাররা হলে- মামলার প্রধান আসামি হাসান মিয়া (২৪) ও তার বাবা আব্দুর রব (৫৫)। গ্রেপ্তারদের র‌্যাব সদস্যরা সন্ধ্যায় সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিরউদ্দিন মারা যান। ওইদিন রাতে নিহতের ভাই জয়নাল আবেদিনের স্ত্রী জায়েদা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন।
 
জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের সনমান্দি পূর্ব পাড়া গ্রামে গত শুক্রবার নিহতের ভাই জয়নাল আবেদিন তাদের বাড়িতে একটি রান্নাঘর নির্মাণ করেন। এক পর্যায়ে তার আরেক ভাই আব্দুর রব মিয়া ঘর নির্মাণে বাধা দেন। এক পর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় আব্দুর রবের ছেলে হাসান মিয়া ও আবুল কাশেম তাদের ঘর থেকে গ্যাসের পাইপ ও  লোহার রড নিয়ে জয়নাল আবেদিনের ওপর অতর্কিত হামলা করে। এ সময় জয়নাল আবেদিনকে পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকারে তার আরেক ভাই নাসিরউদ্দিন এগিয়ে আসলে তাকেও ভাতিজা হাসান, কাশেম ও ভাই আব্দুর রব গ্যাসের পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। এ ঘটনায় আরও তিনজন আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে নাসিরউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চারদিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার মারা যান।  

ঘটনার পর থেকে আসামিরা বাড়ি থেকে পালিয়ে যান। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানার ডগাইর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি হাসান ও তার বাবা আব্দুর রব মিয়াকে গ্রেপ্তার করা হয়।  

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, জমি সংক্রান্ত বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব সদস্যরা। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।