কুষ্টিয়া: সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে চাচাতো ভাইয়ের লাঠি ও ধারাল অস্ত্রের আঘাতে রিয়াজ উদ্দিন (৪৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত হলেন-স্থানীয় বাসিন্দা মৃত: মঈনুদ্দিন সেখের ছেলে ব্যবসায়ী রিয়াজ উদ্দিন (৪৭)।
নিহতের স্ত্রী ও ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমা খাতুনের (৩৮) অভিযোগে বলেন, দীর্ঘদিন ধরে আমার শ্বশুরের বাড়ি ও মাঠের জমির ভাগাভাগি নিয়ে চাচাতো ভাই ইদবার সেখের ছেলে নজরুল ও শলকের সঙ্গে দ্বন্দ্ব চলে আসাছিল। আমার স্বামী রিয়াজ দুর্বল হওয়ায় তার অংশের অধিকাংশ বাড়ির জমি এবং মাঠের জমি চাচাতো ভাইয়েরা জোর করে ভোগ দখল করে আসছে।
শনিবার চাচাতো ভাই নজরুল ও তার ছেলে রিংকু আমাদের কাঁঠাল গাছ থেকে জোর করে কাঁঠাল পাড়ছিল। এ সময় রিয়াজ কাঁঠাল পাড়তে নিষেধ করায় ক্ষুব্ধ হয়ে চাচাতো ভাই নজরুল ও তার ছেলে রিংকু অতর্কিতে হামলা করে লাঠি ও হাসুয়ার আঘাতে বেধড়ক মারধর শুরু করে। এ সময় রিয়াজ গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাঠিতে পড়ে যায়। এ সময় সেখানে রিয়াজের ওপর হামলার ঘটনায় অপর চাচাত ভাই শলকের ছেলে আশরাফও অংশ নেয় বলে অভিযোগ নিহতের স্ত্রীর।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, উপজেলার শানপুকুরিয়া গ্রামের বাসিন্দা রিয়াজ ও তার চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জায়গা সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। কাঁঠাল পাড়ার ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে রিয়াজের ওপর হামলা করে তার চাচাতো ভাইয়েরা।
এ ঘটনায় গুরুতর আহত বিয়াজ নামে এক ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে দুপুরে ঘোষণা করেন চিকিৎসক। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
জেএইচ