ফেনী: ফেনীতে পাম্পের সাহায্যে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.রিয়াদ গাছু (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকাল ৮ টার দিকে ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা এলাকার পিএইচপি স্টিল মিলে এ ঘটনা ঘটে।
মৃত শ্রমিক নাম মো.রিয়াদ গাছু (১৮) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা শিংগা গ্রামের মো.নয়ন গাছুর বড় ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে নির্মাণাধীন ভবনের কলামে জমে থাকা পানি সেচ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রিয়াদ। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে মর্গে পাঠান।
শ্রমিক মো.জিসান বলেন, সকাল ৮টার দিকে পিএসপি কারখানার নির্মাণাধীন একটি ভবনের কলামে জমে থাকা পানি সেচ করতে যায় রিয়াদ। এ সময় বৈদ্যুতিক লাইনের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কাঁপতে থাকে। দূর থেকে দেখতে পেয়ে আমরা ছুটে যাই। পরে লাইন বন্ধ লরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার মৃত্যু হয়।
রিয়াদের এলাকার বাসিন্দা সহকর্মী আপেল মিয়া বলেন, এসএসসি পরীক্ষার পর গত এক মাস ধরে প্রতিদিন ৫০০ টাকা মজুরির বিনিময়ে কাজ শুরু করেন। তার মৃত্যুর খবর বাড়িতে জানালে তার বাবা নয়ন গাছুও অসুস্থ হয়ে পড়েন।
পিএইচপি স্টিল মিলের কর্মকর্তা নুরুল আমিন বলেন, এক মাস ধরে রিয়াদ এখানে কাজ করছেন। সকাল সোয়া ৮টার দিকে প্রকৌশলী মোর্শেদ ফোনে ঘটনাটি বলেন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিই।
পিএইচপি গ্রুপের লেবার সেকশনের সাব কন্ট্রাক্টর নুরুল আবছার বলেন, এ প্রতিষ্ঠানে কর্মরত কোন শ্রমিক কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত বা মারা গেলে কোম্পানির আইন অনুযায়ী যতটুকু সহযোগিতা করা যায় রিয়াদের পরিবারও সে সহযোগিতা পাবে। তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা চলছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাসান ইমাম বলেন, বিদ্যুৎ দুর্ঘটনায় এক নির্মাণশ্রমিকের মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি। মৃত্যুর কারণ অনুসন্ধানে আমাদের তদন্ত চলছে। মরদেহ ফেনী হাসপাতালের মর্গে রয়েছে।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
এসএইচডি/জেএইচ