ঢাকা, রবিবার, ২৭ শ্রাবণ ১৪৩১, ১১ আগস্ট ২০২৪, ০৫ সফর ১৪৪৬

জাতীয়

দ. আফ্রিকায় আজহারির মাহফিল দেখে ফেরার পথে বাংলাদেশির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
দ. আফ্রিকায় আজহারির মাহফিল দেখে ফেরার পথে বাংলাদেশির মৃত্যু

ফেনী: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন মিলন (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।

তারা একটি ইসলামি মাহফিল থেকে নিজ নিজ বাড়ি ফিরছিলেন।

গতকাল শুক্রবার (১২ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টার দিকে দেশটির নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান গ্রামে থাকেন।

আহতরা হলেন- আরিফ ও মামুন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নিহতের স্বজন এমদাদ হোসেন জানান, শুক্রবার দক্ষিণ আফ্রিকায় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আযহারির একটি মাহফিল ছিল।   মিলন মাহফিলে যোগ দিয়েছিলেন। সেটি দেখে শেষ করে প্রিটোরিয়া শহরে ফেরার পথে তাদের বহনকারী গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লাগে। ঘটনাস্থলে মিলনের মৃত্যু হয়। গাড়িতে আরও দুই বাংলাদেশি ছিলেন। তারা আহত হয়েছেন।

২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় যান মিলন। সেখানে তার নিজের দুটি দোকান রয়েছে। ছয় মাস আগে তিনি দেশে এসেছিলেন।

বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল এসব তথ্য নিশ্চিত করে জানান, মিলনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, প্রবাসীর পরিবারের সঙ্গে কথা বলেছি। দ্রুত মরদেহ দেশের আনার জন্য আমরা সহযোগিতা করব। এছাড়া সরকারিভাবে আর্থিক সহায়তার বিষয়েও সহযোগিতা করা হবে।  

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
এসএইচডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।