ঢাকা, রবিবার, ২৭ শ্রাবণ ১৪৩১, ১১ আগস্ট ২০২৪, ০৫ সফর ১৪৪৬

জাতীয়

মিয়ানমার থেকে গুলি

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বয়া অনুসরণে নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বয়া অনুসরণে নির্দেশ

ঢাকা: মিয়ানমার থেকে বাংলাদেশি নৌযানে গুলির ঘটনায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে চলাচলকারী স্পিডবোট ও দেশি কান্ট্রিবোট মালিক-চালকদেরকে স্থাপিত বয়া অনুসরণ করে সতর্কতার সাথে অতিক্রমের পরামর্শ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সংস্থাটি শনিবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানায়, মিয়ানমার থেকে বাংলাদেশি নৌযানসমূহে গুলি বর্ষণের ঘটনায় মিয়ানমারের জলসীমা এড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-পথ দিয়ে নৌ-যান অতিক্রমনের লক্ষ্যে শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলারচর এলাকায় বিআইডব্লিউটিএ কর্তৃক দুটি লাল ও একটি সবুজ স্ক্যারিক্যাল বয়া স্থাপন করা হয়েছে।

লাল বয়াগুলো সেন্টমার্টিন থেকে টেকনাফ যেতে হাতের বাঁয়ে এবং টেকনাফ থেকে সেন্টমাটিন যেতে হাতের ডানে থাকবে। সবুজ বয়াটি সেন্টমাটিন থেকে টেকনাফ যেতে হাতের ডানে এবং টেকনাফ থেকে সেন্টমার্টিন যেতে হাতের বাঁয়ে থাকবে।

বিআইডব্লিউটিএ উক্ত নৌ-পথে চলাচলকারী স্পিডবোট ও দেশি কান্ট্রিবোট মালিক-চালকদের জোয়ারের সুবিধা নিয়ে সর্বোচ্চ ৯ ফুট ড্রাফট নিয়ে স্থাপিত বয়া অনুসরণ করে সতর্কতার সাথে উক্ত খাড়ি অতিক্রমের পরামর্শ দিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।