ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রেল যোগাযোগ উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-ভিয়েতনাম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
রেল যোগাযোগ উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-ভিয়েতনাম

ঢাকা: রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিমের নেতৃত্বে চারদিনের রাষ্ট্রীয় সফরে ভিয়েতনাম সফর করছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। এ সরকারি সফরের অংশ হিসেবে রেলপথমন্ত্রী ভিয়েতনামের পরিবহনমন্ত্রী গুয়েন ভ্যান থাং-এর সঙ্গে তার হ্যানয়স্থ কার্যালয়ে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুদেশের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. লুৎফর রহমান এ সময় রেলপথমন্ত্রীর সঙ্গে সভায় উপস্থিত ছিলেন।

রোববার (১৪ জুলাই) ভিয়েতনামের বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সুসম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের রেলপথমন্ত্রীকে ভিয়েতনাম সফরের জন্য আন্তরিক ধন্যবাদ জানান ভিয়েতনামের পরিবহনমন্ত্রী। এ সফর দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রেল যোগাযোগসহ সার্বিক যোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব সফলতার প্রশংসা করেন ভিয়েতনামের পরিবহনমন্ত্রী।

ভিয়েতনামের পরিবহনমন্ত্রী বলেন, ভিয়েতনামের মহান নেতা হো চি মিন ও বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়ই তাদের নিজ নিজ দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। তাই ঐতিহাসিক মহানুভবতায় বাংলাদেশ ও ভিয়েতনাম পরম বন্ধু। সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়মিত দ্বিপক্ষীয় সফর অব্যাহত রাখা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুদেশের পারস্পরিক রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একযোগে কাজ করে যেতে আগ্রহ প্রকাশ করেন ভিয়েতনামের পরিবহনমন্ত্রী।

বাংলাদেশের রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম তাকে উষ্ণ অভ্যর্থনার জন্য ভিয়েতনামের পরিবহনমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দ্বিপক্ষীয় সভায় তিনি বলেন, যেকোনো দেশের আর্থ-সামাজিক অগ্রগতি সাধনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। সেই বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দেশের সর্ববৃহৎ যোগাযোগ অবকাঠামোগত প্রকল্প বহুমুখী পদ্মা সেতু নির্মাণ করে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ অঞ্চলের ২১টি জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজতর করে দিয়েছেন। এ বহুমুখী সেতুর ওপর রেল যোগাযোগ স্থাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আরেকটি যুগান্তকারী সফলতা বলে উল্লেখ করেন জিল্লুল হাকিম।

অবশেষে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীরতর করার প্রত্যয় ব্যক্ত করে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম ভিয়েতনামের পরিবহনমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের সাদর আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, সরকারি এ সফরের সময় রেলপথমন্ত্রী ও বাংলাদেশ প্রতিনিধিদল ভিয়েতনামের কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ প্রকল্প পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।