ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জমি চাষে বাধা, বিচারের আশায় ঘুরছেন কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
জমি চাষে বাধা, বিচারের আশায় ঘুরছেন   কৃষক

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় নিজ জমিতেই চাষ করতে গিয়ে এক কৃষক বাধার মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ উঠেছে।  

ভুক্তভোগী কৃষকের নাম- ফিরোজ আলম খান, উপজেলার সুবিদপুর ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাসিন্দা তিনি।

একই এলাকার আব্দুর রহমান নামের এক ব্যক্তি তাকে জমি চাষে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তার।

এ ঘটনায় গত ১০ জুলাই ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী ফিরোজ আলম।

অভিযুক্ত আব্দুর রহমান ওই এলাকার মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ফিরোজ আলমের ভোগ দখলীয় নিজ জমি জোরপূর্বক পাওয়ার টিলার দিয়ে চাষ করছেন আব্দুর রহমান। পরে খবর পেয়ে জমি চাষ করতে বাধা দেন ফিরোজ।  এসময় তাকে রামদা নিয়ে মারতে আসেন ফিরোজ। পরে পাশে থাকা শাহজাহান মল্লিকের ঘরে ঢুকে প্রাণ বাঁচান। এরপর তিনি সরকারি জরুরি সেবা ৯৯৯ ফোন দেন।

পরে গত ২০২৩ সালের ১ নভেম্বর পুলিশ সুপারের কার্যালয়ে একটি আবেদন করেন। এরপর মোল্লারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফিরোজ আলম খান সরজমিন তদন্ত করে এবং সত্যতা যাচাই করে। পরে তিনি বিবাদীদের মুচলেকা রেখে বিষয়টি মীমাংসা করে দেন। বর্তমানে আবার নতুন করে নিজ সম্পত্তি জবরদখল করার পাঁয়তারা করছে তারা।  

ভুক্তভোগী ফিরোজ আলম খান বলেন, আমার রেকর্ডকৃত নিজ জমি চাষ করতে পারছি না। আমাকে ও আমার সন্তানদের জমি চাষাবাদ করতে মাঠে নামতে দিচ্ছেন না অভিযুক্তরা। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

অভিযোগের বিষয়ে আব্দুর রহমানের ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।  

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।