ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোসলখানায় নারীর অর্ধগলিত লাশ, কথিত স্বামী পলাতক

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
গোসলখানায় নারীর অর্ধগলিত লাশ, কথিত স্বামী পলাতক

সাভার: আশুলিয়ায় একটি ভাড়া বাড়ির বাথরুম (গোসল খানা) থেকে অজ্ঞাত (২৫) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী পলাতক বলে জানা গেছে।

রোববার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম।

তিনি জানান, গতকাল মধ্যরাতে আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার আলমগীর হোসেনের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, তার স্বামীর নাম আমিনুল ইসলাম।

তারা আলমগীর হোসেনের বাড়ির একটি কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া থাকতেন। এ ছাড়া তাদের বিস্তারিত কোনো পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে বাড়িটির ছাদে যায় কয়েকজন ভাড়াটিয়া। সেখানে তারা দুর্গন্ধ পান। পরে তারা বাড়ির মলিককে বিষয়টি জানান। বাড়ির মালিক আলমগীর হোসেন আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ সদস্যরা তার বাড়ি এসে নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে হা-মীম গ্রুপের একটি কারখানার শ্রমিক আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। সেটি আকলিমা বেগম নামে এক সুইং অপারেটরের। কার্ডটি নিহতেরই কিনা, নিশ্চিত হওয়া যায়নি তবে তথ্য যাচাই করা হচ্ছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে। পলাতক আমিনুল ইসলামকে খুঁজছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।