সাভার (ঢাকা): ঢাকার আশুলিয়ার মধ্যগাজিরচট এলাকা থেকে মো. মেহেদী (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রোববার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে আশুলিয়ার মধ্যগাজিরচট এলাকার রুহুল আমিনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মেহেদী (১৮) সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার পিঙ্গুয়ারী গ্রামের মো. আনিসের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মেহেদীর মরদেহ লুঙ্গি ও গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোতালেব হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
জেএইচ