ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুরিয়ার সার্ভিসে চা পাতার সঙ্গে ৮ কেজি গাঁজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
কুরিয়ার সার্ভিসে চা পাতার সঙ্গে ৮ কেজি গাঁজা

বরগুনা: বরগুনায় একটি কুরিয়ার সার্ভিস থেকে চা পাতার সঙ্গে ৮ কেজি গাঁজা বহনকারী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান পরিচালনা করে বরগুনা সদর থানা পুলিশের একটি দল।

শনিবার (১৩ জুলাই) রাতে বরগুনা সদর উপজেলার ক্রোক স্লুইস এলাকা থেকে মোসা. কাকলী আক্তার (৩২) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার মাইঠা গ্রামের বেল্লাল বয়াতির স্ত্রী।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা বস্তায় চায়ের পাতা রেখে মাঝে গাঁজা বহন করে নিয়ে যাওয়ার সময় ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কুমিল্লা বা কক্সবাজার থেকে এ মাদকের চালানটি আসতে পারে।

গ্রেপ্তার কাকলী আক্তারকে মাদকদ্রব্য আইনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।