ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে সিএনজি-পিকআপের সংঘর্ষে শিশুসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
নরসিংদীতে সিএনজি-পিকআপের সংঘর্ষে শিশুসহ নিহত ২

নরসিংদী: নরসিংদীতে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

 

রোববার (১৪ জুলাই) বিকেলে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের নগর পাঁচদোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফের চর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এনামুল হক (৬০) এবং টাঙ্গাইলের বাসিন্দা আবুল কালামের ছেলে জারিফ (৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে পাঁচদোনা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি গাজীপুরের দিকে যাচ্ছিল। সিএনজিটি পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের নগর পাঁচদোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাঁচদোনামুখী পিকআপের সংর্ঘষ হয়। এতে সিএনজিটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু জারিফসহ এনামুল হকের মৃত্যু হয়। আহত হন সিএনজিতে থাকা আরও চার যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

নিহত এনামুল হকের ভাগনে মো. সাইফুল ইসলাম বলেন, মামা বিকেলে বাড়ি থেকে টাঙ্গাইলে থাকা তার ছেলের কাছে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মামা মারা যান। আমরা খবর পেয়ে হাসপাতালে এসে মামাকে মৃত অবস্থায় পাই।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।