ঢাকা, শনিবার, ২ ভাদ্র ১৪৩১, ১৭ আগস্ট ২০২৪, ১১ সফর ১৪৪৬

জাতীয়

বাস উঠে গেল রোড ডিভাইডারে, প্রাণ গেল কলেজছাত্রের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
বাস উঠে গেল রোড ডিভাইডারে, প্রাণ গেল কলেজছাত্রের

ফেনী: ফেনীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছে।

রোববার (১৪ জুলাই) ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল আলম সামীর (২০)  ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ছোচনা গ্রামের মো. সেলিমের ছেলে। তিনি ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ শেষ করে জেলার মহিপাল থেকে একটি যাত্রীবাহী বাসে বাড়ি ফিরছিল সামির। বাসটি মহাসড়কের ফতেহপুর পর্যন্ত যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপরে উঠে যায়।

তাৎক্ষণিক পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মারাত্মক আহত তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, কলেজছাত্রের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধারের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪ 
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।