ঢাকা, সোমবার, ৪ ভাদ্র ১৪৩১, ১৯ আগস্ট ২০২৪, ১৩ সফর ১৪৪৬

জাতীয়

গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ

সাভার (ঢাকা): ঢাকার আশুলিয়ায় বিলের পানিতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর তজিম উদ্দিন (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া মাইঠারটেক বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার (১৪ জুলাই) বিকেলে আশুলিয়ার মাইঠারটেক এলাকার বিলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় তমিজ।

মৃত তজিম উদ্দিন আশুলিয়ার কোনাপাড়া রূপনগর (কুষ্টিয়ারটেক) এলাকার মনির হোসের ছেলে। সে তার নানাবাড়ি কোনাপাড়া রুপনগর এলাকায় বাবা-মায়ের সঙ্গে থেকে আয়েশা প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করতো।  

মৃতের নানা জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, গতকাল বিকেলে ওই এলাকার মাইঠার টেক বিলে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় তজিম। গোসল শেষে সবাই ফিরে আসলেও তমিজ ফেরেনি। সে গোসলের সময় পানিতে ডুবে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার একপর্যায়ে রাতে জানতে পারি সে পানিতে ডুবে গেছে। পরে সেখানেও খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে সকালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে বিল থেকে তার মরদেহ উদ্ধার করে।  

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বাংলানিউজকে বলেন, আমাদের স্টেশনে ডুবুরি দল না থাকায় টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে সেখান থেকে ডুবুরি দলের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।  

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।