ঢাকা, মঙ্গলবার, ৫ ভাদ্র ১৪৩১, ২০ আগস্ট ২০২৪, ১৪ সফর ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
সুবর্ণচরে পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে পড়ে মো. জিসান (২) ও ফাতেমা আক্তার (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার চরবাটা ইউনিয়ন ও চর ওয়াপদা ইউনিয়নের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

ওই দুই শিশুর মৃত্যুতে তাদের পরিবারে চলছ শোকের মাতম।

নিহত মো. জিসান চর ওয়াপদার ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের এক নম্বর ওয়ার্ডের মো. মুরাদের ছেলে। ফাতেমা আক্তার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের মো. রাসেলের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরে পড়ে যায়। পরে তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে তল্লাশি করলে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাওসার আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ১৫,২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।