ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিইউবিটি শিক্ষার্থী-আ. লীগ-ছাত্রলীগ-পুলিশ মুখোমুখি, শিয়ালবাড়ির পরিস্থিতি থমথমে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
বিইউবিটি শিক্ষার্থী-আ. লীগ-ছাত্রলীগ-পুলিশ মুখোমুখি, শিয়ালবাড়ির পরিস্থিতি থমথমে

ঢাকা: সরকারি চাকরির সব গ্রেডে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শিয়ালবাড়ির রাস্তায় নেমেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থীরা। তাদের আটকে দিতে সরকারি দলের নেতাকর্মী, ছাত্রলীগ, পুলিশও সড়কে অবস্থান নিয়েছে।

তিন পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে শিয়ালবাড়ির পরিস্থিতি এখন থমথমে। যেকোনো সময় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিইউবিটির শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শী ইউসুফ আহমেদ তুহিন বলেন, দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিউবিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধাওয়া দেয় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপরে শিক্ষার্থীরা শিয়ালবাড়ি বিশ্ববিদ্যালয় সামনে অবস্থান নেয়। এখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। রাস্তার একপাশে সরকারি দলের নেতাকর্মী ও পুলিশ। রাস্তার অপর পাশে শিক্ষার্থীরা অবস্থান করছে। যেকোনো সময় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হতে পারে। থমথমে পরিবেশ বিরাজ করছে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন মো. মাহবুবুর রহমান সরকার জানান, আশুরার ডিউটিতে আছি। বিউবিটির সামনে গণ্ডগোল হয়েছে জানতে পেরেছি। এ বিষয়ে জেনে জানাবো।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ১৬ জুলাই, ২০২৪
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।