চাঁদপুর: কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে শিক্ষার্থীদের অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে চাঁদপুর জেলা। সকাল থেকেই যানবাহন চলাচল ছিল কম।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার টোরাগড় ও আলীগঞ্জ এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এদিকে দুপুর থেকে বিকেলে পর্যন্ত জেলা সদরের বাবুরহাট-মতলব-পেন্নাই সড়ক, শহরের বাসস্ট্যান্ড এলাকা অবস্থান নিয়ে দখলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগানে এলাকা মুখোরিত করে তোলে। যাত্রী না থাকায় বাস চলাচলও বন্ধ থাকে। এই দুই স্থানে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিল।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, লাঠিসোঁটা নিয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। ওইসময় পুলিশ তাদেরকে সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। এতে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।
তিনি আরও বলেন, আন্দোলনকারীদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দেসহ পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। এরা সবাই প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এসএএইচ