ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে কারফিউ শিথিলের সময় আরও ১ ঘণ্টা বাড়ল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
নোয়াখালীতে কারফিউ শিথিলের সময় আরও ১ ঘণ্টা বাড়ল  ছবি: সংগৃহীত

নোয়াখালী: নোয়াখালীতে শনিবার (২৭ জুলাই) ১৫ ঘণ্টার জন্য (সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত) কারফিউ শিথিল করা হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বিষয় নিশ্চিত করেছেন, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আসছে। এজন্য সাধারণ মানুষের জীবন যাত্রা স্বাভাবিক করতে কারফিউ শিথিলের সময় দিন দিন বাড়ানো হচ্ছে। আজ শুক্রবার ১৪ ঘণ্টা শিথিল ছিল। আগামীকাল শনিবার আরো এক ঘণ্টা বাড়িয়ে ১৫ ঘণ্টা জন্য কারফিউ শিথিল করা হয়েছে।  

প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ জুলাই) রাত ১২টা থেকে সারাদেশের ন্যায় নোয়াখালীতে কারফিউ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।